আদিয়ালা জেল কর্তৃপক্ষ ইমরান খানের স্বাস্থ্য নিয়ে গুজব উড়িয়ে দিয়ে বলেছে, পিটিআই নেতা ‘পুরোপুরি সুস্থ আছেন’।
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে গুজব, গুঞ্জনে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম বেশ শোরগোল চলছে।
তাকে আদিয়ালা কারাগারের ভেতরে হত্যা করা হয়েছে বলে সূত্রের বরাত দিয়ে আফগানিস্তানের একটি গণমাধ্যম খবর প্রকাশ পর এ নিয়ে আলোচনা তুঙ্গে ওঠে।
এবার ইমরানের ছেলে কাসিম খান তার বাবার জীবিত থাকার প্রমাণ চেয়েছেন এবং পাকিস্তান তেহরিক ই ইনসাফের (পিটিআই) এ শীর্ষ নেতাকে ছেড়ে দেওয়ার দাবি তুলেছেন।
এক্সে দেওয়া পোস্টে কাসিম বলেছেন, তার বাবার ৮৪৫ দিন ধরে কারাগারে এবং গত দেড় মাস ধরে তাকে ফাঁসির আসামিদের জন্য বরাদ্দ নির্জন কক্ষে রাখা হয়েছে, পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না।
“গত ছয় সপ্তাহ ধরে তাকে একটি মৃত্যু কুঠুরিতে পুরোপুরি বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছে। আদালতের আদেশ সত্ত্বেও তার বোনদের প্রতিবার দেখা করার সময় বাধা দেওয়া হয়েছে। কোনো ফোন কল নেই, কোনো দেখা সাক্ষাৎ নেই, তার শারীরিক অবস্থার কোনো খবর নেই। আমার ভাই ও আমি কোনোভাবেই আমাদের বাবার সঙ্গে যোগাযোগ করতে পারছি না,” ২৬ বছর বয়সী পোস্টে এসব লিখেছেন বলে জানিয়েছে এনডিটিভি।
এ ইমরানপুত্রের অভিযোগ, বাবার ব্যাপারে তাদেরকে ‘পুরোপুরি আধাঁরে’ রাখা হয়েছে যা কোনো ‘নিরাপত্তা সংক্রান্ত আচরণবিধির’ অংশ হতে পারে না।
