- ঝলক২৪ | এক ঝলকে সারাদিন | সর্বশেষ খবর ও ব্রেকিং নিউজ

ঝলক২৪ | এক ঝলকে সারাদিন | সর্বশেষ খবর ও ব্রেকিং নিউজ

ঝলক২৪ | সর্বশেষ সংবাদ ও ব্রেকিং নিউজ । বস্তুনিষ্ঠ খবরের নির্ভরযোগ্য নিউজ পোর্টাল। 🔵 Facebook 🔴 YouTube

| |
| |

Post Top Ad

Responsive Ads Here
নামাজের সুরা

নামাজের প্রয়োজনীয় সুরা

২৫টি গুরুত্বপূর্ণ সুরা - বাংলা উচ্চারণ ও অর্থ

নামাজ ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে দ্বিতীয় স্তম্ভ। নিচে নামাজে পড়া হয় এমন ২৫টি গুরুত্বপূর্ণ সুরা বাংলা উচ্চারণ ও অর্থ সহ দেওয়া হলো।

সুরা সমূহ

সুরা আল-ফাতিহা
বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আর রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। ইহদিনাস সিরাতাল মুসতাকিম। সিরাতাল্লাজিনা আনআমতা আলাইহিম, গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দোয়াল্লিন।
বাংলা অর্থ:
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি সকল সৃষ্টির পালনকর্তা। যিনি পরম করুণাময় ও দয়ালু। যিনি বিচার দিনের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। আমাদেরকে সরল পথ দেখাও। সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।
সুরা নং: ১ | আয়াত: ৭ প্রত্যেক রাকাতে পড়া হয়
সুরা আল-ইখলাস
১১২
কুল হুওয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ।
বাংলা অর্থ:
বলুন, তিনি আল্লাহ, একক। আল্লাহ অমুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেওয়া হয়নি। এবং তাঁর সমতুল্য কেউ নেই।
সুরা নং: ১১২ | আয়াত: ৪ এক তৃতীয়াংশ কুরআনের সমান
সুরা আল-ফালাক
১১৩
কুল আউযু বিরাব্বিল ফালাক। মিন শাররি মা খালাক। ওয়া মিন শাররি গাসিকিন ইজা ওয়াকাব। ওয়া মিন শাররিন নাফফাসাতি ফিল উকাদ। ওয়া মিন শাররি হাসিদিন ইজা হাসাদ।
বাংলা অর্থ:
বলুন, আমি আশ্রয় গ্রহণ করি ভোরের রবের। তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। এবং অন্ধকার রাতের অনিষ্ট থেকে যখন তা সম্পূর্ণ আঁধারময় হয়। এবং গিঁটে ফুঁৎকার দেয় যেসব নারী, তাদের অনিষ্ট থেকে। এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।
সুরা নং: ১১৩ | আয়াত: ৫ রুকিয়া ও প্রতিদিনের পড়া
সুরা আন-নাস
১১৪
কুল আউযু বিরাব্বিন নাস। মালিকিন নাস। ইলাহিন নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাযি ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। মিনাল জিন্নাতি ওয়ান নাস।
বাংলা অর্থ:
বলুন, আমি আশ্রয় গ্রহণ করি মানুষের রবের। মানুষের মালিকের। মানুষের ইলাহের। সেই কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দেয় ও পালিয়ে যায়। যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে। জিন ও মানুষের মধ্য থেকে।
সুরা নং: ১১৪ | আয়াত: ৬ মুআওয়িযাতের অংশ
সুরা আল-কাফিরুন
১০৯
কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। লা আ'বুদু মা তা'বুদুন। ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদ। ওয়া লা আনা আবিদুম মা আবাদতুম। ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদ। লাকুম দ্বীনুকুম ওয়া লিয়া দ্বীন।
বাংলা অর্থ:
বলুন, হে কাফিরগণ! আমি ইবাদত করি না, তোমরা যার ইবাদত কর। আর তোমরাও ইবাদতকারী নও, যার ইবাদত করি আমি। আর আমি ইবাদতকারী নই, তোমরা যার ইবাদত কর। আর তোমরাও ইবাদতকারী নও, যার ইবাদত করি আমি। তোমাদের জন্য তোমাদের ধর্ম, আর আমার জন্য আমার ধর্ম।
সুরা নং: ১০৯ | আয়াত: ৬ সুন্নাহত নামাজে পড়া হয়
সুরা আন-নসর
১১০
ইজা জা আ নাসরুল্লাহি ওয়াল ফাতহু। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দ্বীনিল্লাহি আফওয়াজা। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াসতাগফিরহু, ইন্নাহু কানা তাওয়াবা।
বাংলা অর্থ:
যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়। এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন। তখন আপনি আপনার রবের প্রশংসা সহকারে তাসবিহ পাঠ করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় তিনি তওবা কবুলকারী।
সুরা নং: ১১০ | আয়াত: ৩ বিজয় ও সাফল্যের দোয়া
সুরা আল-আসর
১০৩
ওয়াল আছরি। ইন্নাল ইনসানা লাফি খুসরিন। ইল্লাল্লাজিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিসসাবরি।
বাংলা অর্থ:
সময়ের শপথ! নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। কিন্তু তারা নয় যারা ঈমান এনেছে, সৎকাজ করেছে এবং পরস্পরকে হক্বের উপদেশ দিয়েছে ও পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে।
সুরা নং: ১০৩ | আয়াত: ৩ সংক্ষিপ্ত ও অর্থবহ সুরা
সুরা আল-কাউসার
১০৮
ইন্না আতাইনাকাল কাউসার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিয়াকা হুওয়াল আবতার।
বাংলা অর্থ:
নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। অতএব, আপনার রবের জন্য নামাজ পড়ুন ও কুরবানি করুন। নিশ্চয় আপনার বিদ্বেষীই নির্বংশ।
সুরা নং: ১০৮ | আয়াত: ৩ সবচেয়ে ছোট সুরা
সুরা আল-মাউন
১০৭
আরাআইতাল্লাজি ইউকাজ্জিবু বিদ্দিন। ফাজালিকাল্লাজি ইয়াদুউল ইয়াতিমা। ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাজিনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাজিনা হুম ইউরাউন। ওয়া ইয়ামনাউনাল মাউন।
বাংলা অর্থ:
আপনি কি তাকে দেখেছেন যে বিচার দিনকে মিথ্যা বলে? সে-ই তো এতিমকে গুরুত্ত্ব দেয় না এবং মিসকিনকে অন্ন দিতে উৎসাহিত করে না। অতএব, দুর্ভোগ সেসব নামাজীর জন্য, যারা তাদের নামাজ সম্পর্কে গাফিল। যারা লোক দেখানোর জন্য ইবাদত করে এবং প্রয়োজনীয় জিনিস সাহায্য করে না।
সুরা নং: ১০৭ | আয়াত: ৭ নামাজের গুরুত্ব বুঝাতে
সুরা আল-কুরাইশ
১০৬
লিইলাফি কুরাইশিন। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফি। ফাল ইয়াবুদু রাব্বা হাযাল বাইতি। আল্লাজি আতআমাহুম মিন জুইন ওয়া আমানাহুম মিন খাউফিন।
বাংলা অর্থ:
কুরাইশদের অভ্যস্ততার জন্য। তাদের অভ্যস্ততা শীত ও গ্রীষ্মের সফরের। সুতরাং তারা যেন এ ঘরের রবের ইবাদত করে। যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং ভয় থেকে নিরাপদ করেছেন।
সুরা নং: ১০৬ | আয়াত: ৪ কাবা ও রিযিকের দোয়া
সুরা আল-ফীল
১০৫
আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফীল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবীল। তারমিহিম বিহিজারাতিম মিন সিজীল। ফাজাআলাহুম কাআসফিম মাকুল।
বাংলা অর্থ:
আপনি কি দেখেননি আপনার রব হাতিদের সঙ্গীদের সাথে কী আচরণ করেছেন? তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি? তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি, যারা পাথরের কংকর নিক্ষেপ করছিল। ফলে তিনি তাদেরকে খাওয়া ঘাসের ন্যায় করে দিয়েছেন।
সুরা নং: ১০৫ | আয়াত: ৫ আল্লাহর শক্তির নিদর্শন
সুরা আল-হুমাজাহ
১০৪
ওয়াইলুল লি কুল্লি হুমাযাতিল লুমাযাহ। আল্লাজি জামাআ মালান ওয়া আদ্দাদাহু। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহু। কাল্লা লাইয়ুমবাযান্না ফিল হুতামাহ।
বাংলা অর্থ:
প্রত্যেক পশ্চাতে ও সম্মুখে নিন্দাকারীর জন্য দুর্ভোগ। যে ধন-সম্পদ জমা করে এবং বারবার গণনা করে। সে মনে করে যে, তার ধন-সম্পদ তাকে চিরস্থায়ী করবে। কখনও নয়, সে নিশ্চয়ই 'হুতামা'-তে নিক্ষিপ্ত হবে।
সুরা নং: ১০৪ | আয়াত: ৯ অহংকার ও পরনিন্দার বিরুদ্ধে
সুরা আত-তাকাসুর
১০২
আলহাকুমুত তাকাসুর। হাত্তা যুরতুমুল মাকাবির। কাল্লা সাওফা তা'লামুন। ছুম্মা কাল্লা সাওফা তা'লামুন। কাল্লা লাও তা'লামুনা ইলমাল ইয়াকীন। লাতারাউন্নাল জাহীম। ছুম্মা লাতারাউন্নাহা আ'ইনাল ইয়াকীন।
বাংলা অর্থ:
ধন-সম্পদ ও সন্তান-সন্ততিতে তোমাদের গর্ব তোমাদের গাফেল রেখেছে। এমনকি তোমরা কবরস্থানে গিয়ে পৌঁছেছ। জেনে রেখো, শীঘ্রই তোমরা জানতে পারবে। আবার জেনে রেখো, শীঘ্রই তোমরা জানতে পারবে। জেনে রেখো, যদি তোমরা নিশ্চিত জ্ঞান জানতে! তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে। তারপর তোমরা অবশ্যই তা চোখে দেখবে।
সুরা নং: ১০২ | আয়াত: ৮ দুনিয়াবি মোহ থেকে সতর্কতা
সুরা আল-কারিয়াহ
১০১
আলকারিয়াহ। মাল কারিয়াহ। ওয়া মা আদরাকা মাল কারিয়াহ। ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবছুস। ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুশ।
বাংলা অর্থ:
মহাপ্রলয়। মহাপ্রলয় কী? আপনি কি জানেন মহাপ্রলয় কী? সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মত। এবং পর্বতসমূহ হবে ধুনিত পশমের ন্যায়।
সুরা নং: ১০১ | আয়াত: ১১ কিয়ামতের বর্ণনা
সুরা আল-আদিয়াত
১০০
ওয়াল আদিয়াতি দাবহা। ফালমুরিয়াতি কাদহা। ফাল মুগিরাতি সুবহা। ফাআছারনা বিহি নাকআ। ফাওয়াসাতনা বিহি জামআ।
বাংলা অর্থ:
শপথ দ্রুতগামী অশ্বগুলোর, যেগুলো হাঁফিয়ে ওঠে। অতঃপর ক্ষুর দ্বারা অগ্নিস্ফুলিঙ্গ সৃষ্টিকারী। অতঃপর প্রত্যুষে আক্রমণকারী। অতঃপর সেগুলো দ্বারা ধূলি উড়িয়ে। অতঃপর সেগুলো দ্বারা দলবদ্ধ হয়ে।
সুরা নং: ১০০ | আয়াত: ১১ আল্লাহর কসম ও যুদ্ধের বর্ণনা
সুরা আয-যিলযাল
৯৯
ইযা জুলযিলাতিল আরদু যিলযালাহা। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ওয়া কালাল ইনসানু মা লাহা। ইয়াওমাইযিন তুহাদ্দিছু আখবারাহা।
বাংলা অর্থ:
যখন পৃথিবী প্রকম্পিত হবে তার প্রকম্পনে। এবং পৃথিবী বের করে দেবে তার বোঝা। এবং মানুষ বলবে, এর কি হল? সেদিন পৃথিবী তার সমস্ত সংবাদ বর্ণনা করবে।
সুরা নং: ৯৯ | আয়াত: ৮ কিয়ামতের অবস্থা বর্ণনা
সুরা আল-বাইয়্যিনাহ
৯৮
লাম ইয়াকুনিল্লাজিনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বাইয়্যিনা

Pages