ঢাকায় শীতের সবজির বাজারে বড় স্বস্তি – দাম কমেছে অর্ধেকের বেশি - ঝলক২৪ | এক ঝলকে সারাদিন | সর্বশেষ খবর ও ব্রেকিং নিউজ

ঝলক২৪ | এক ঝলকে সারাদিন | সর্বশেষ খবর ও ব্রেকিং নিউজ

ঝলক২৪ | সর্বশেষ সংবাদ ও ব্রেকিং নিউজ । বস্তুনিষ্ঠ খবরের নির্ভরযোগ্য নিউজ পোর্টাল। 🔵 Facebook 🔴 YouTube

| |
| |

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

ঢাকায় শীতের সবজির বাজারে বড় স্বস্তি – দাম কমেছে অর্ধেকের বেশি

!
রাজধানী ঢাকাসহ সারাদেশের বাজারে শীতকালীন সবজির দামে বড় ধরনের ধস নেমেছে। গত এক সপ্তাহে ফুলকপি, বাঁধাকপি, লাউ, শিম, মুলা, টমেটোসহ প্রায় সব ধরনের শীতের সবজির দাম ৪০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত কমে গেছে। কারওয়ান বাজার, শ্যামবাজার ও নিউমার্কেটে খোঁজ নিয়ে জানা গেছে, এক কেজি ফুলকপি এখন বিক্রি হচ্ছে মাত্র ৩০-৩৫ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৭০-৮০ টাকা। একইভাবে বাঁধাকপি ২৫-৩০ টাকা, লাউ প্রতি পিস ৪০-৫০ টাকা এবং শিম ৪০ টাকার নিচে নেমেছে।
ব্যবসায়ীরা জানান, এবার শীতের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় গ্রামাঞ্চলে সবজির উৎপাদন রেকর্ড পরিমাণে বেড়েছে। উত্তরাঞ্চলের বগুড়া, রংপুর ও দিনাজপুর থেকে প্রচুর পরিমাণে সবজি ঢাকায় আসছে। এছাড়া পরিবহন খরচও কিছুটা কমেছে। এক ব্যবসায়ী বলেন, “ট্রাক ভর্তি করে সবজি আসছে, ক্রেতা কম থাকায় দাম না কমিয়ে উপায় নেই।”
ক্রেতারা এতে খুশি। গৃহিণী রুমা আক্তার বলেন, “গত মাসে তো সবজি কিনতেই হিমশিম খেতে হয়েছে। এখন এক হাজার টাকায় যা কিনি, আগে তার অর্ধেকও পাওয়া যেত না।” তবে অনেকে আশঙ্কা করছেন, নবান্ন ও নতুন বছরের উৎসবের আগে যদি সরবরাহ কমে যায়, তাহলে দাম আবার বেড়ে যেতে পারে। কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, তারা বাজার মনিটরিং করছেন যাতে কোনো অসাধু চক্র সুযোগ না নেয়।




সূত্র: [ঝলক ২৪ টিম]

বিভাগ: জাতীয়

ঝলক২৪ কোনো সংবাদের দায়ভার নেয় না। পাঠকদের মতামত কমেন্টে জানান।

Pages