![]() |
| ১ জানুয়ারি, ২০২৬ ছবি: সংগৃহীত |
Post Top Ad
Responsive Ads Here
শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিত প্রাথমিকের শিক্ষার্থীরা; অপেক্ষায় মাধ্যমিকের পড়ুয়ারা
নিজস্ব প্রতিবেদক | ২ জানুয়ারি, ২০২৬
ঢাকা: ক্যালেন্ডারের পাতা উল্টে শুরু হলো নতুন বছর ২০২৬। আর নতুন বছরের প্রথম দিনেই সারা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে বই উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। বছরের প্রথম সকালে খালি হাতে স্কুলে গিয়ে নতুন বই নিয়ে হাসিমুখে বাড়ি ফিরেছে লাখো শিশু। তবে প্রাথমিকের এই উৎসবের বিপরীতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া। অনেক স্কুলেই সব বিষয়ের বই না পৌঁছানোয় পূর্ণাঙ্গ সেট হাতে পায়নি মাধ্যমিকের শিক্ষার্থীরা।
প্রাথমিকের চিত্র: খুশির জোয়ার
আজ সকালে দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় উৎসবমুখর পরিবেশ। বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে স্কুল প্রাঙ্গণ। শিক্ষকরা শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছেন নতুন শিক্ষাক্রমের পাঠ্যবই।
রাজধানীর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আদিবা জানায়, "নতুন বইয়ের ঘ্রাণ আমার খুব ভালো লাগে। আজ সব বই একসঙ্গে পেয়েছি, কাল থেকেই পড়া শুরু করে দেব।" অভিভাবকদের মাঝেও দেখা গেছে সন্তুষ্টি। তারা বলছেন, বছরের প্রথম দিনেই বই হাতে পাওয়ায় পড়াশোনায় বাড়তি গতি আসবে।
মাধ্যমিকের চিত্র: অপেক্ষা ও অনিশ্চয়তা
প্রাথমিক স্তরে বই বিতরণ শতভাগ সফল মনে হলেও মাধ্যমিক স্তরে চিত্রটি কিছুটা ভিন্ন। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে চাহিদার তুলনায় বই কম পৌঁছানোর খবর পাওয়া গেছে। কোনো কোনো স্কুলে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা মাত্র ৩ থেকে ৪টি করে বই হাতে পেয়েছে। বাকি বইগুলো পেতে আরও কয়েক দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
একটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী বলে, "স্কুলে এসেছিলাম সব বই পাব বলে। কিন্তু স্যাররা বললেন বাকি বইগুলো কয়েক দিন পর দেবেন। পুরো সেট না পেলে পড়াশোনা শুরু করা কঠিন।"
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য
শিক্ষা মন্ত্রণালয় ও এনসিটিবি (NCTB) সূত্রে জানা গেছে, মুদ্রণ ও পরিবহনজনিত কিছু জটিলতার কারণে মাধ্যমিকের সব বই সব এলাকায় পৌঁছাতে সামান্য বিলম্ব হচ্ছে। তবে আগামী এক সপ্তাহের মধ্যে দেশের প্রতিটি প্রান্তে মাধ্যমিকের শতভাগ বই পৌঁছে যাবে বলে আশ্বাস দিয়েছেন কর্মকর্তারা।
এক নজরে বই উৎসব ২০২৬:
প্রাথমিক স্তর: অধিকাংশ স্কুলে সব বই বিতরণ সম্পন্ন।
মাধ্যমিক স্তর: আংশিক বই বিতরণ শুরু হয়েছে, বাকি বই আসার অপেক্ষায়।
শিক্ষাক্রম: নতুন পরিমার্জিত শিক্ষাক্রম অনুযায়ী বই পরিবেশন।
বছরের শুরুতে নতুন বই পাওয়া কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি শিক্ষার্থীদের পড়াশোনায় নতুন করে উৎসাহিত করে। দ্রুততম সময়ের মধ্যে মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতেও সব বই পৌঁছে যাবে—এমনটাই প্রত্যাশা অভিভাবক ও শিক্ষকদের।
এ সম্পর্কিত খবর আরো খবর
খবর লোড হচ্ছে...
ঝলক২৪ অনলাইন ডেস্ক
✔
Official News Portal
নির্ভীক • নিরপেক্ষ • সবার আগে
ঝলক২৪ একটি স্বতন্ত্র সংবাদ মাধ্যম যা নিরপেক্ষতা এবং দ্রুততম সময়ে সঠিক তথ্য সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা তথ্যের সত্যতায় বিশ্বাস করি। দেশ বিদেশের সর্বশেষ আপডেট এবং বিশ্লেষণ মূলক সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।
