আজ পবিত্র শবে মেরাজ, মুসলিম উম্মাহর জন্য অলৌকিক রজনী - ঝলক২৪ | এক ঝলকে সারাদিন | সর্বশেষ খবর ও ব্রেকিং নিউজ

ঝলক২৪ | এক ঝলকে সারাদিন | সর্বশেষ খবর ও ব্রেকিং নিউজ

ঝলক২৪ | সর্বশেষ সংবাদ ও ব্রেকিং নিউজ । বস্তুনিষ্ঠ খবরের নির্ভরযোগ্য নিউজ পোর্টাল। 🔵 Facebook 🔴 YouTube

| |
| |

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

আজ পবিত্র শবে মেরাজ, মুসলিম উম্মাহর জন্য অলৌকিক রজনী

ঝলক২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত : ১৬/০১/২০২৬ | আপডেট : ০৮:৫০
শেয়ার করুন



আজ শুক্রবার দিবাগত রাতে সারাদেশে পালিত হচ্ছে পবিত্র শবে মেরাজ। এই রাতে হজরত মুহাম্মদ (সা.) মক্কা থেকে জেরুজালেম হয়ে সাত আসমান পরিভ্রমণ করে আল্লাহর সান্নিধ্য লাভ করেন এবং উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ বিধান নিয়ে ফিরে আসেন। বাংলাদেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা যাওয়ায় জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুসারে এই মহিমান্বিত রাত পালিত হচ্ছে।
বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা যাওয়ায় গত ২২ ডিসেম্বর ২০২৫ থেকে রজব মাস গণনা শুরু হয়েছে। সেই হিসেবে আজ ১৬ জানুয়ারি ২০২৬ শুক্রবার দিবাগত রাতে অর্থাৎ রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত থেকে ২৭ রজব পবিত্র শবে মেরাজ পালিত হচ্ছে। এই অলৌকিক ঘটনা ইসলামের ইতিহাসে এক অনন্য মর্যাদাসম্পন্ন রাত যা কুরআন মাজীদে সূরা বনী ইসরাইলে (সূরা ইসরা) বর্ণিত হয়েছে। হজরত মুহাম্মদ (সা.) বোরাক নামক এক অলৌকিক বাহনে চড়ে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় যান (ইসরা), তারপর সিদরাতুল মুনতাহা পর্যন্ত ঊর্ধ্বগমন করেন (মেরাজ) এবং আল্লাহ তায়ালার সঙ্গে সাক্ষাৎ লাভ করেন। এই রাতেই উম্মতে মোহাম্মদির জন্য পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের বিধান নির্ধারিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বাদ জুমা আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। মুসলমানরা এই রাতে নফল নামাজ, কুরআন তিলাওয়াত, জিকির-আজকার, দোয়া-ইস্তিগফার ও সদকা দিয়ে ইবাদত-বন্দেগিতে মশগুল থাকেন। অনেকে রজব মাসের নফল রোজা রাখেন, যদিও শবে মেরাজের পরের দিন (১৭ জানুয়ারি) নফল রোজা রাখার বিশেষ ফজিলত রয়েছে। এই রাত মুসলিম উম্মাহর জন্য আল্লাহর নৈকট্য লাভ, ক্ষমা প্রার্থনা ও নামাজের গুরুত্ব স্মরণ করার এক অমূল্য সুযোগ। ধর্মীয় নেতৃবৃন্দ ও আলেমরা বলেন, "এই রাতে আল্লাহ তায়ালা বান্দাদের প্রতি বিশেষ রহমতের দৃষ্টি দেন, তাই ইবাদতের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করা উচিত।" শবে মেরাজ উপলক্ষে দেশের মসজিদগুলোতে বিশেষ নামাজ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
শবে মেরাজ, লাইলাতুল মেরাজ, ইসরা ও মেরাজ, রজব মাস, বাংলাদেশে শবে মেরাজ, ২৭ রজব, হজরত মুহাম্মদ (সা.), পাঁচ ওয়াক্ত নামাজ

সূত্র: ঝলক২৪ টিম

খবরের দায়ভার নয়; অনিচ্ছাকৃত ত্রুটি সংশোধনে যোগাযোগ করুন

Pages