৯ জানুয়ারি ২০২৬, নিউজ ডেস্ক
ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র কটাক্ষ করেছেন। তিনি মোদির বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে আত্মসমর্পণের অভিযোগ এনেছেন। এ ছাড়া মোদির নেতৃত্বের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বের তুলনা করে পার্থক্য তুলে ধরেছেন।
ভারতীয় সামাজিক মাধ্যম এক্সে (পূর্বতন টুইটার) গত বুধবার (৮ জানুয়ারি) একটি ভিডিও বার্তা শেয়ার করে রাহুল গান্ধী এ কটাক্ষ করেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘ফারাক সমঝিয়ে স্যারজি’ অর্থাৎ ‘পার্থক্যটা বুঝুন স্যারজি’। এতে তিনি বিজেপি-আরএসএসের লোকদের ওপর সামান্য চাপ পড়লে তারা ভয়ে পালিয়ে যান বলে অভিযোগ করেন।
রাহুল গান্ধী বলেন, ‘ওখান থেকে ট্রাম্প সংকেত দেওয়া মাত্রই তারা ফোন তুলে বলল, “মোদিজি আপনি কী করছেন?” অমনি নরেন্দ্র মোদি আত্মসমর্পণ করলেন এবং “ইয়েস স্যার” বলে ট্রাম্পের সংকেত অনুসরণ করলেন।’ তিনি আরও বলেন, ‘আপনাদের হয়তো সেই সময়ের কথা মনে আছে, যখন কোনো ফোন আসেনি—বরং সপ্তম নৌবহর এসেছিল। ১৯৭১ সালের যুদ্ধে সপ্তম নৌবহর এল, অস্ত্রশস্ত্র এল, রণতরি এল। ইন্দিরা গান্ধীজি তখন বলেছিলেন, “আমাকে যা করতে হবে আমি তা–ই করব।” এটাই হলো আসল পার্থক্য।’
এই কটাক্ষের প্রেক্ষাপটে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য উল্লেখযোগ্য। ট্রাম্প বলেছেন, ‘প্রধানমন্ত্রী মোদি আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন, বলেছিলেন—“স্যার, আমি কি আপনার সঙ্গে দেখা করতে পারি?” আমি বললাম, “হ্যাঁ”।’ তিনি আরও বলেন, ‘মোদির সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। তিনি আমার ওপর খুব একটা খুশি নন। কারণ, তারা এখন প্রচুর শুল্ক দিচ্ছে। তারা এখন আগের মতো তেল কিনছে না—আসলে তারা তেল কেনার পরিমাণ অনেক কমিয়ে দিয়েছে।’
গত আগস্ট মাসে ট্রাম্প ভারতীয় রপ্তানি পণ্যের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন, যার মধ্যে ২৫ শতাংশ শুল্ক রাশিয়ার তেল কেনার শাস্তি হিসেবে। এরপর দুই দেশের মধ্যে কয়েক দফা বাণিজ্য আলোচনা হয়েছে এবং দুই নেতার মধ্যে অন্তত চারবার কথাবার্তা হয়েছে, কিন্তু কোনো চূড়ান্ত বাণিজ্যচুক্তি হয়নি।
ঐতিহাসিক প্রেক্ষাপটে ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের উল্লেখ করে রাহুল গান্ধী মোদির নেতৃত্বের দুর্বলতা তুলে ধরেছেন। সেই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের চাপ সত্ত্বেও ইন্দিরা গান্ধী দৃঢ় অবস্থান নিয়েছিলেন। বর্তমানে ভারত-মার্কিন বাণিজ্য উত্তেজনা এবং রাশিয়ার সঙ্গে সম্পর্কের প্রভাবে এই কটাক্ষ রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করেছে।
রাহুল গান্ধীর এই মন্তব্য ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি করেছে। বিশ্লেষকরা মনে করেন, এটি কংগ্রেসের পক্ষ থেকে বিজেপি সরকারের বিদেশনীতির সমালোচনার অংশ।
রাহুল গান্ধী, নরেন্দ্র মোদি, ডোনাল্ড ট্রাম্প, আত্মসমর্পণ, কটাক্ষ, ভারতীয় রাজনীতি, বাণিজ্য শুল্ক, ১৯৭১ যুদ্ধ
সূত্র: ঝলক২৪ টিম
খবরের দায়ভার নয়; অনিচ্ছাকৃত ত্রুটি সংশোধনে যোগাযোগ করুন