সৌদি-কাতার-ওমানের কূটনৈতিক তৎপরতায় ঠেকল ইরানে মার্কিন হামলা - ঝলক২৪ | এক ঝলকে সারাদিন | সর্বশেষ খবর ও ব্রেকিং নিউজ

ঝলক২৪ | এক ঝলকে সারাদিন | সর্বশেষ খবর ও ব্রেকিং নিউজ

ঝলক২৪ | সর্বশেষ সংবাদ ও ব্রেকিং নিউজ । বস্তুনিষ্ঠ খবরের নির্ভরযোগ্য নিউজ পোর্টাল। 🔵 Facebook 🔴 YouTube

| |
| |

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

সৌদি-কাতার-ওমানের কূটনৈতিক তৎপরতায় ঠেকল ইরানে মার্কিন হামলা

ঝলক২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত : ১৫/০১/২০২৬ | আপডেট : ১৯:২০
শেয়ার করুন
ছবি সংগৃহীত


ইরানে চলমান বিক্ষোভ দমনে কঠোর পদক্ষেপের জেরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলা শেষ মুহূর্তে রুখে দিয়েছে সৌদি আরব, কাতার ও ওমান। এই তিন উপসাগরীয় দেশের জোরালো মধ্যস্থতা ও অনুরোধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন, যাতে অঞ্চলে ভয়াবহ অস্থিরতা এড়ানো যায়।
ঢাকা সময় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) সকাল থেকে এই খবর ছড়িয়ে পড়ে, যখন ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে বলপ্রয়োগের অভিযোগে যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। গত কয়েকদিন ধরে প্রেসিডেন্ট ট্রাম্প একাধিকবার হুঁশিয়ারি দেন যে, বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর হলে যুক্তরাষ্ট্র ‘কঠোর পদক্ষেপ’ নেবে। এরপর গত মঙ্গলবার ও বুধবার (১৩-১৪ জানুয়ারি) কাতারের আল-উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু মার্কিন সেনা সরিয়ে নেওয়া হয় এবং সৌদি আরব ও কুয়েতে মার্কিন দূতাবাসগুলোকে সতর্কতা জারি করা হয়। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেন, হামলা হলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানা হবে। এই পরিস্থিতিতে সৌদি আরব, কাতার ও ওমান দীর্ঘ ও তীব্র কূটনৈতিক প্রচেষ্টা চালায়। নাম প্রকাশ না করার শর্তে এক সৌদি কর্মকর্তা এএফপিকে বলেন, “গালফ ত্রয়ী দীর্ঘ, উন্মাদ, শেষ মুহূর্তের কূটনৈতিক চেষ্টা চালিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে বোঝাতে সক্ষম হয়েছে যে, ইরানকে ভালো মনোভাব দেখানোর আরেকটি সুযোগ দেওয়া উচিত।” তিনি আরও বলেন, “আমরা ওয়াশিংটনকে বলেছি, ইরানে হামলা হলে অঞ্চলে একের পর এক গুরুতর ধাক্কার পথ খুলে যাবে।” এই তৎপরতার লক্ষ্য ছিল অঞ্চলে ‘অনিয়ন্ত্রণযোগ্য পরিস্থিতি’ এড়ানো। সৌদি কর্মকর্তারা তেহরানকে আগেই জানিয়ে দিয়েছেন যে, তারা কোনো সামরিক অভিযানে যুক্ত হবে না এবং যুক্তরাষ্ট্রকে তাদের ভূমি বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না। এই ঘটনা ইরানে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে ঘটেছে, যেখানে হাজার হাজার মানুষ নিহত হয়েছে বলে মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে। ট্রাম্প পরে সুর নরম করে বলেন, “অন্যপক্ষের গুরুত্বপূর্ণ সূত্র” থেকে আশ্বাস পেয়েছেন যে, বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর হবে না। এই কূটনৈতিক সাফল্য অঞ্চলে তাৎক্ষণিক যুদ্ধের ঝুঁকি কমালেও, ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা পুরোপুরি কমেনি।
ইরান, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, কাতার, ওমান, ডোনাল্ড ট্রাম্প, মধ্যপ্রাচ্য উত্তেজনা, কূটনৈতিক মধ্যস্থতা

সূত্র: ঝলক২৪ টিম

খবরের দায়ভার নয়; অনিচ্ছাকৃত ত্রুটি সংশোধনে যোগাযোগ করুন

Pages