তাসনিম জারা ও ড. হামিদুর রহমান আযাদের মনোনয়ন বৈধ ঘোষণা - ঝলক২৪ | এক ঝলকে সারাদিন | সর্বশেষ খবর ও ব্রেকিং নিউজ

ঝলক২৪ | এক ঝলকে সারাদিন | সর্বশেষ খবর ও ব্রেকিং নিউজ

ঝলক২৪ | সর্বশেষ সংবাদ ও ব্রেকিং নিউজ । বস্তুনিষ্ঠ খবরের নির্ভরযোগ্য নিউজ পোর্টাল। 🔵 Facebook 🔴 YouTube

| |
| |

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬

তাসনিম জারা ও ড. হামিদুর রহমান আযাদের মনোনয়ন বৈধ ঘোষণা



১০ জানুয়ারি ২০২৬, নিউজ ডেস্ক
তাসনিম জারা ও ড. হামিদুর রহমান আযাদের মনোনয়ন বৈধ ঘোষণা, নির্বাচনে অংশগ্রহণের পথ খোলা
নির্বাচন কমিশন (ইসি) আজ শনিবার আপিল শুনানির প্রথম দিনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা এবং কক্সবাজার-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে। এর ফলে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উভয় প্রার্থীই প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।

তাসনিম জারার মনোনয়ন গত ৩ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা বাতিল করেন স্বতন্ত্র প্রার্থীর জন্য প্রয়োজনীয় ১ শতাংশ ভোটারের স্বাক্ষর তালিকায় গড়মিলের কারণে। প্রস্তাবক ও সমর্থকদের মধ্যে ১০ জনের মধ্যে ২ জনের ভোটার তথ্য অসঙ্গতি পাওয়া যায়। এরপর ৫ জানুয়ারি তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে শুরু হওয়া শুনানিতে (আপিল নম্বর ১-৭০) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পুরো কমিশনের উপস্থিতিতে তার আবেদন মঞ্জুর হয়।

শুনানির পর তাসনিম জারা সাংবাদিকদের বলেন, “নির্বাচন কমিশনে আমাদের আপিল মঞ্জুর হয়েছে। মনোনয়ন বৈধ। আসন্ন নির্বাচনে ঢাকা-৯ আসনে জনগণের সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছি।” তিনি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান এবং ফুটবল প্রতীকের জন্য আবেদন করবেন বলে জানান। তাসনিম জারা গত ২৭ ডিসেম্বর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।

একই দিনে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের জামায়াত প্রার্থী ড. হামিদুর রহমান আযাদের মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়। গত ২ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করেন হলফনামায় আদালত অবমাননার মামলার তথ্য গোপন বা অসম্পূর্ণ উল্লেখের অভিযোগে। এই মামলায় ২০১৩ সালে তাকে তিন মাসের কারাদণ্ড ও জরিমানা করা হয়। আপিলে শুনানি শেষে তার মনোনয়ন বৈধ হয়।
হামিদুর রহমান আযাদের আইনজীবী সাংবাদিকদের জানান, আপিল মঞ্জুর হয়েছে। প্রার্থী নিজে বলেন, “নির্বাচন কমিশনের সিদ্ধান্তে আমি সন্তুষ্ট। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার উন্নয়নের লক্ষ্যে নির্বাচনে অংশ নিচ্ছি।” তিনি ২০০৮ সালে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
আপিল শুনানি ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। এই সিদ্ধান্তগুলো নির্বাচনী প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে

কীওয়ার্ড: তাসনিম জারা, ড. হামিদুর রহমান আযাদ, মনোনয়ন বৈধ, আপিল শুনানি, নির্বাচন কমিশন, ঢাকা-৯ আসন, কক্সবাজার-২ আসন, স্বতন্ত্র প্রার্থী, জামায়াতে ইসলামী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

সূত্র: ঝলক২৪ টিম

খবরের দায়ভার নয়; অনিচ্ছাকৃত ত্রুটি সংশোধনে যোগাযোগ করুন

Pages