দেশের মাটিতে প্রথমবার জনসম্মুখে বক্তব্য রাখলেন জাইমা রহমান - ঝলক২৪ | এক ঝলকে সারাদিন | সর্বশেষ খবর ও ব্রেকিং নিউজ

ঝলক২৪ | এক ঝলকে সারাদিন | সর্বশেষ খবর ও ব্রেকিং নিউজ

ঝলক২৪ | সর্বশেষ সংবাদ ও ব্রেকিং নিউজ । বস্তুনিষ্ঠ খবরের নির্ভরযোগ্য নিউজ পোর্টাল। 🔵 Facebook 🔴 YouTube

| |
| |

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

দেশের মাটিতে প্রথমবার জনসম্মুখে বক্তব্য রাখলেন জাইমা রহমান



বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান গত ২৫ ডিসেম্বর ২০২৫-এ লন্ডন থেকে দেশে ফেরার পর প্রথমবারের মতো নীতিনির্ধারণী পর্যায়ে জনসম্মুখে বক্তব্য দিয়েছেন। রবিবার ১৮ জানুয়ারি ২০২৬ বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ঢাকা ফোরাম আয়োজিত ‘জাতি গঠনে নারী: নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই বক্তব্য রাখেন।
ব্যারিস্টার জাইমা রহমান লিখিত বক্তব্যে বলেন, “ভিন্ন এক অনুভূতি ও আবেগ নিয়ে এখানে দাঁড়িয়েছি। বাংলাদেশের এই পলিসি লেভেলে আমার প্রথম বক্তব্য এটা। আমি এমন কেউ নই যার কাছে সব প্রশ্নের উত্তর আছে বা সব সমস্যার সমাধান জানা আছে। তবু আমি বিশ্বাস করি নিজের ছোট্ট জায়গা থেকেও সমাজ ও দেশের জন্য কিছু করার আন্তরিকতা আমাদের সবার থাকা উচিত।” তিনি নারীদের উন্নয়নের ওপর জোর দিয়ে বলেন, জনসংখ্যার অর্ধেক অংশকে একপাশে রেখে বাংলাদেশ বেশিদূর এগিয়ে যেতে পারবে না। ভিন্ন আদর্শ ও দৃষ্টিভঙ্গি নিয়েও একসঙ্গে আলোচনা করা গণতন্ত্রের সৌন্দর্য বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং অর্থনীতিবিদ ড. ফাহমিদা খাতুনসহ অন্যান্য বক্তারা নারী উদ্যোক্তাদের অর্থায়নের সমস্যা নিয়ে আলোচনা করেন। জাইমা রহমান ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে এই প্রথম জনপরিসরে বক্তব্য দিয়ে ভক্ত ও রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছেন।
জাইমা রহমান, তারেক রহমান কন্যা, প্রথম বক্তব্য, নারী উন্নয়ন, বিএনপি, ঢাকা ফোরাম

সূত্র: ঝলক২৪ টিম

খবরের দায়ভার নয়; অনিচ্ছাকৃত ত্রুটি সংশোধনে যোগাযোগ করুন

Pages