দোয়ার আদব ও কবুলের শর্ত
দোয়া করার গুরুত্বপূর্ণ আদব
এখলাসের সাথে (একনিষ্ঠভাবে) দোয়া করা।
আল্লাহর প্রশংসা ও দরুদ শরীফ দিয়ে দোয়া শুরু করা।
পবিত্র অবস্থায় কেবলামুখী হয়ে দোয়া করা (মুস্তাহাব)।
দুই হাত তুলে বিনয়ের সাথে দোয়া করা।
দৃঢ় বিশ্বাসের সাথে দোয়া করা যে, আল্লাহ অবশ্যই কবুল করবেন।
ধৈর্য ধারণ করা এবং দোয়া কবুলের জন্য তাড়াহুড়ো না করা।
গোপনে এবং নিম্নস্বরে আল্লাহকে ডাকা।
গুনাহের কাজ বা আত্মীয়তা ছিন্ন করার দোয়া না করা।
যাদের দোয়া দ্রুত কবুল হয়
মজলুম বা অত্যাচারিত ব্যক্তির দোয়া।
সন্তানের জন্য পিতামাতার দোয়া।
মুসাফির বা সফরকারী ব্যক্তির দোয়া।
রোজাদার ব্যক্তির ইফতারের সময়কার দোয়া।
অসুস্থ ব্যক্তির দোয়া।
নেককার ও ন্যায়পরায়ণ শাসকের দোয়া।
অনুপস্থিত ভাইয়ের জন্য অন্য ভাইয়ের দোয়া।
বিপদে থাকা আর্তনাদকারীর দোয়া।
মনে রাখবেন: দোয়া কবুলের প্রধান শর্ত হলো হালাল উপার্জন এবং হারাম খাবার থেকে দূরে থাকা।