সমালোচনামূলক কনটেন্ট সরাতে গুগলকে অনুরোধের যে ব্যাখ্যা দিল সরকার - ঝলক২৪ | এক ঝলকে সারাদিন | সর্বশেষ খবর ও ব্রেকিং নিউজ

ঝলক২৪ | এক ঝলকে সারাদিন | সর্বশেষ খবর ও ব্রেকিং নিউজ

ঝলক২৪ | সর্বশেষ সংবাদ ও ব্রেকিং নিউজ । বস্তুনিষ্ঠ খবরের নির্ভরযোগ্য নিউজ পোর্টাল। 🔵 Facebook 🔴 YouTube

| |
| |

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

সমালোচনামূলক কনটেন্ট সরাতে গুগলকে অনুরোধের যে ব্যাখ্যা দিল সরকার

 প্রধান উপদেষ্টার দপ্তর বলছে, আওয়ামী লীগ সরকারের তুলনায় বর্তমান সরকার এত কম সংখ্যক অনুরোধ পাঠাচ্ছে, যা ‘উল্লেখযোগ্য’ নয়।

চলতি বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত গুগলের কাছে কনটেন্ট সরানোর জন্য অন্তর্বর্তী সরকারের তরফে যে অনুরোধ করা হয়েছে, সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।


সরকারের সমালোচনামূলক কনটেন্ট সরানোর জন্য গুগলকে অনুরোধ করার যে খবর সংবাদমাধ্যমে এসেছে তাও নাকচ করা হয়েছে। পাশাপাশি সংবাদমাধ্যমের এ সংক্রান্ত প্রতিবেদন নিয়ে হতাশা প্রকাশ করেছে সরকার।


শুক্রবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সরকার বাংলাদেশের নাগরিকদের এই নিশ্চয়তা দিচ্ছে যে, ‘মিসইনফরমেশন, প্রোপাগান্ডা এবং মিসইনফরমেশন’–কেন্দ্রিক চরিত্রহননের বাইরে দেশের কোনো পত্রিকার নিউজ, সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত পোস্ট, ভিডিও কনটেন্ট, রিলস, অনলাইনে প্রকাশিত আর্টিকেল, অভ্যন্তরীণ কোনো সমালোচকের রাজনৈতিক সমালোচনামূলক কোনো কনটেন্ট সরাতে সরকার কোনো প্ল্যাটফর্মকে অনুরোধ করেনি

।”

এদিন দেশের কয়েকটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সরকার এ বছরের প্রথম ছয় মাসে গুগলের কাছে কনটেন্ট সরানোর ২৭৯টি অনুরোধ করেছে, তার মধ্যে ১৮১টি ছিল সরকারের সমালোচনামূলক কনটেন্ট। গুগলের তরফে সরকারের এই অনুরোধে সাড়া কমই দেখা যাচ্ছে।


প্রধান উপদেষ্টার কার্যালয় বলেছে, “মিসইনফরমেশন, প্রোপাগান্ডা এবং মিসইনফরমেশন–কেন্দ্রিক বেআইনি মানহানিকর তথ্য দিয়ে কারো চরিত্রহননের চেষ্টা সংক্রান্ত তথ্য অপসারণের অনুরোধ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো এবং জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির মাধ্যমে বিটিআরসিতে যায়।”


বর্তমান সরকার সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে বিগত আওয়ামী লীগের ‘সিআরআই’ বা এ জাতীয় কোনো ‘বট বাহিনী’ পরিচালনা করে না তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বিটিআরসি বা এনটিএমসিসহ বাংলাদেশের কোনো এজেন্সি বা সংস্থা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কন্টেন্ট ডাউন করার ক্ষমতা রাখে না, সেজন্য যেকোনো অনুরোধ সোশ্যাল মিডিয়া ও টেক প্ল্যাটফর্মকে জানাতে হয়।”


Pages