জুলাই-কে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব : আসিফ নজরুল - ঝলক২৪ | এক ঝলকে সারাদিন | সর্বশেষ খবর ও ব্রেকিং নিউজ

ঝলক২৪ | এক ঝলকে সারাদিন | সর্বশেষ খবর ও ব্রেকিং নিউজ

ঝলক২৪ | সর্বশেষ সংবাদ ও ব্রেকিং নিউজ । বস্তুনিষ্ঠ খবরের নির্ভরযোগ্য নিউজ পোর্টাল। 🔵 Facebook 🔴 YouTube

| |
| |

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬

জুলাই-কে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব : আসিফ নজরুল



৯ জানুয়ারি ২০২৬, নিউজ ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে পৃথক অধ্যাদেশ জারির প্রস্তুতি চলছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেশ্টা ড. আসিফ নজরুল বলেছেন, জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব।
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল গতকাল বৃহস্পতিবার তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান। তিনি লেখেন, জুলাই যোদ্ধারা জীবনবাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছিলেন। অবশ্যই তাদের দায়মুক্তির অধিকার রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানকালে ফ্যাসিস্ট শেখ হাসিনার খুনীদের বিরুদ্ধে যে প্রতিরোধমূলক কার্যক্রম হয়েছে, সেজন্য দায়মুক্তি দিয়ে আইন প্রণয়নের প্রয়োজন রয়েছে।

ড. আসিফ নজরুল আরও বলেন, এ ধরনের আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ। আরব বসন্ত বা সমসাময়িক বিপ্লবের পর বিভিন্ন দেশে এমন দায়মুক্তির আইন হয়েছে। বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদে দায়মুক্তির বিধান রয়েছে এবং ১৯৭৩ সালে মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের জন্য দায়মুক্তি আইন হয়েছিল। এসব নজির ও আইনের আলোকে আইন মন্ত্রণালয় দায়মুক্তি অধ্যাদেশের খসড়া তৈরি করেছে। ইনশাআল্লাহ আগামী উপদেষ্টামণ্ডলীর বৈঠকে তা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

এর আগে গত ৬ জানুয়ারি আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অধ্যাদেশ করার সিদ্ধান্ত হয়। বৈঠকে আইন মন্ত্রণালয়কে খসড়া তৈরির অনুরোধ করা হয়।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দীর্ঘদিনের শাসনের অবসান ঘটে। এতে শতাধিক মানুষ প্রাণ হারান এবং হাজারো আহত হন। বিশ্লেষকরা মনে করেন, দায়মুক্তির এই উদ্যোগ গণঅভ্যুত্থানের অর্জন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে এ নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

জুলাই যোদ্ধা, দায়মুক্তি অধ্যাদেশ, আসিফ নজরুল, আইন উপদেষ্টা, গণঅভ্যুত্থান, ফেসবুক পোস্ট, জুলাই বিপ্লব

সূত্র: ঝলক২৪ টিম

খবরের দায়ভার নয়; অনিচ্ছাকৃত ত্রুটি সংশোধনে যোগাযোগ করুন

Pages