পরিমনির শীত নেই - ঝলক২৪ | এক ঝলকে সারাদিন | সর্বশেষ খবর ও ব্রেকিং নিউজ

ঝলক২৪ | এক ঝলকে সারাদিন | সর্বশেষ খবর ও ব্রেকিং নিউজ

ঝলক২৪ | সর্বশেষ সংবাদ ও ব্রেকিং নিউজ । বস্তুনিষ্ঠ খবরের নির্ভরযোগ্য নিউজ পোর্টাল। 🔵 Facebook 🔴 YouTube

| |
| |

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

পরিমনির শীত নেই

ঝলক২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত : ১৫/০১/২০২৬ | আপডেট : ১২:৫০
শেয়ার করুন


দেশের কনকনে শীত উপেক্ষা করে মালয়েশিয়ার ল্যাংকাউই দ্বীপে অবকাশ যাপনে মেতেছেন চিত্রনায়িকা পরী মনি। নীল জলরাশি আর রোদেলা সৈকতে তার শেয়ার করা আবেদনময়ী ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ঝড় তুলেছে।
মাঘের হাড়কাঁপানো শীতে যখন দেশজুড়ে জবুথবু অবস্থা, ঠিক তখনই উত্তাপ ছড়াচ্ছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরী মনি। তবে এই উত্তাপ ঢাকার হিমেল বাতাসে নয়, বরং মালয়েশিয়ার নীল জলরাশি আর রোদেলা সৈকতে। গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীর শেয়ার করা একগুচ্ছ ছবি এখন বিনোদন অঙ্গন ও নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দু।
বর্তমানে একটি জুয়েলারি প্রতিষ্ঠানের আমন্ত্রণে পেশাগত কাজে মালয়েশিয়ায় অবস্থান করছেন পরী মনি। সেখান থেকেই পর্যটন নগরী ল্যাংকাউই দ্বীপের সৈকত থেকে বেশ কিছু গ্ল্যামারাস ছবি ভক্তদের জন্য শেয়ার করেছেন তিনি। ছবিতে তাকে দেখা গেছে নীল জলরাশির পটভূমিতে স্লিভলেস পশ্চিমা পোশাকে, যেখানে শীতের বিন্দুমাত্র রেশ নেই।
নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ছবিগুলো পোস্ট করে পরী মনি ক্যাপশনে লিখেছেন, “শীত নেই। কেন শীত নেই।” সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। তার এই ছোট্ট বার্তায় যেন ঢাকার ৫-১০ ডিগ্রি সেলসিয়াসের কনকনে শীতকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। ছবিগুলো পোস্ট করার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সেগুলোতে লক্ষাধিক রিয়্যাকশন এবং কয়েক হাজার মন্তব্য জমা পড়ে।
সূত্রমতে, পরী মনি গত ১২ জানুয়ারি একটি শীর্ষস্থানীয় জুয়েলারি প্রতিষ্ঠানের শোরুম উদ্বোধন করতে কুয়ালালামপুরে যান। কাজ শেষে কিছুটা সময় কাটিয়ে নিচ্ছেন ল্যাংকাউই দ্বীপে। ছবিতে তার চোখে ছিল স্টাইলিশ রোদচশমা এবং মুখে ছিল ফুরফুরে হাসির আভা, যা তার বর্তমান মানসিক ও শারীরিক প্রশান্তিরই বহিঃপ্রকাশ।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, বর্তমানে বাংলাদেশের পঞ্চগড় ও রাজশাহীতে তাপমাত্রা ৭.৭ থেকে ৯ ডিগ্রিতে নেমে এসেছে। অথচ ল্যাংকাউই দ্বীপে বর্তমান তাপমাত্রা ২৭ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস। পরীর পোস্টে নেটিজেনদের এনগেজমেন্টের হার সাধারণ সময়ের চেয়ে প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে ডিজিটাল অ্যানালিটিক্স সূত্রে জানা গেছে।
পরী মনি সবসময়ই তার সাহসী জীবনযাপন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্টবাদী অবস্থানের জন্য পরিচিত। মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে তিনি আবার পুরোদমে কাজে ফিরেছেন। সম্প্রতি তিনি বিজ্ঞাপনের পাশাপাশি ‘ডোডোর গল্প’ এবং সিনেমা ‘প্রীতিলতা’র শুটিংয়ের জন্যও প্রস্তুতি নিচ্ছেন। ল্যাংকাউইয়ের এই সফরকে তার নতুন উদ্যমে কাজে ফেরার আগের একটি মানসিক রিফ্রেশমেন্ট হিসেবে দেখছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। মালয়েশিয়ার রোদেলা আবহাওয়া আর সন্তানদের সান্নিধ্যে পরীর সময় যে দারুণ কাটছে, তা তার প্রতিটি ছবিতেই স্পষ্ট।
মেটা কিওয়ার্ড: পরী মনি, ল্যাংকাউই দ্বীপ, বিনোদন সংবাদ, পরী মনির ছবি, মালয়েশিয়া ভ্রমণ, ঢালিউড নিউজ, ভাইরাল ছবি।

সূত্র: ঝলক২৪ টিম

খবরের দায়ভার নয়; অনিচ্ছাকৃত ত্রুটি সংশোধনে যোগাযোগ করুন

Pages