৭ জানুয়ারি ২০২৬, নিউজ ডেস্ক
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ভোট গণনা চলছে। সর্বশেষ প্রকাশিত ফলাফলে সহসভাপতি (ভিপি) পদে হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই প্যানেলের মধ্যে। জিএস ও এজিএস পদে এগিয়ে রয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত জকসু নির্বাচনে মোট ৩৯টি কেন্দ্রের ভোটগ্রহণ গতকাল মঙ্গলবার সম্পন্ন হয়। ভোটার উপস্থিতি ছিল প্রায় ৬৫ শতাংশ। কারিগরি ত্রুটির কারণে গণনা কিছুক্ষণ স্থগিত থাকলেও মধ্যরাতে পুনরায় শুরু হয়। আজ সকাল থেকে ধারাবাহিকভাবে ফলাফল ঘোষণা করছে নির্বাচন কমিশন।
প্রকাশিত ফলাফলে ভিপি পদে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব কিছু কেন্দ্রে এগিয়ে থাকলেও অন্য কেন্দ্রে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের রিয়াজুল ইসলামের সঙ্গে ব্যবধান খুবই কম। উদাহরণস্বরূপ, ৮টি কেন্দ্রের ফলাফলে রিয়াজুল ৮১০ ভোট পেয়ে রাকিবের ৮০৪ ভোটের চেয়ে মাত্র ৬ ভোটে এগিয়ে ছিলেন। পরবর্তী কেন্দ্রগুলোতে ফলাফল বদলে যাচ্ছে।
সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবির সমর্থিত আবদুল আলিম আরিফ স্পষ্ট এগিয়ে রয়েছেন। ১৪টি কেন্দ্রের ফলাফলে তিনি ১৫৮৭ ভোট পেয়েছেন, যেখানে ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কুবরা পেয়েছেন ৭৯৩ ভোট। সহসাধারণ সম্পাদক (এজিএস) পদেও শিবিরের মাসুদ রানা এগিয়ে। একই ফলাফলে তিনি ১৪৬৬ ভোট পেয়েছেন, প্রতিদ্বন্দ্বী আতিকুর রহমান তানজিলের ১৩৩৭ ভোটের বিপরীতে।
নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা চলছে দুটি প্যানেলের মধ্যে—শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ এবং ছাত্রদল-ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’। কিছু কেন্দ্রে শিবিরের প্রার্থীরা বড় ব্যবধানে জিতলেও অন্য কেন্দ্রে ছাত্রদলের প্রার্থীরা এগিয়ে। বিশ্লেষকরা বলছেন, চূড়ান্ত ফলাফল নির্ভর করবে বাকি কেন্দ্রগুলোর ওপর।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই দশক পর এই প্রথম জকসু নির্বাচন অনুষ্ঠিত হলো। এর আগে বিভিন্ন কারণে নির্বাচন হয়নি। শিক্ষার্থীরা এ নির্বাচনকে ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চার সুযোগ হিসেবে দেখছেন। তবে কিছু অনিয়মের অভিযোগও উঠেছে, যা নির্বাচন কমিশন তদন্ত করছে।
ভোট গণনা চলমান থাকায় উভয় প্যানেলের নেতাকর্মীরা কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের বাইরে অপেক্ষা করছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, সব কেন্দ্রের ফলাফল ঘোষণার পর চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।
এই নির্বাচন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতির নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
জকসু নির্বাচন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ভিপি, জিএস, এজিএস, ছাত্রশিবির, ছাত্রদল, ভোট গণনা, ক্যাম্পাস রাজনীতি
সূত্র: ঝলক২৪ টিম
খবরের দায়ভার নয়; অনিচ্ছাকৃত ত্রুটি সংশোধনে যোগাযোগ করুন