ভারত থেকে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল আমদানির অনুমোদন পেল সরকার - ঝলক২৪ | এক ঝলকে সারাদিন | সর্বশেষ খবর ও ব্রেকিং নিউজ

ঝলক২৪ | এক ঝলকে সারাদিন | সর্বশেষ খবর ও ব্রেকিং নিউজ

ঝলক২৪ | সর্বশেষ সংবাদ ও ব্রেকিং নিউজ । বস্তুনিষ্ঠ খবরের নির্ভরযোগ্য নিউজ পোর্টাল। 🔵 Facebook 🔴 YouTube

| |
| |

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

ভারত থেকে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল আমদানির অনুমোদন পেল সরকার



৭ জানুয়ারি ২০২৬, নিউজ ডেস্ক
দেশের জ্বালানি চাহিদা মেটাতে ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে প্রায় ১ হাজার ৪৬২ কোটি টাকা। চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে এই ডিজেল আসবে ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে।

সচিবালয়ে গতকাল মঙ্গলবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এই ডিজেল আমদানি করবে। খরচের একটি অংশ বিপিসির নিজস্ব বাজেট থেকে এবং বাকিটা ব্যাংক ঋণের মাধ্যমে মেটানো হবে।
বৈঠক সূত্রে জানা যায়, দর-কষাকষির ভিত্তিতে প্রতি ব্যারেল ডিজেলের প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে ৫ দশমিক ৫০ মার্কিন ডলার এবং রেফারেন্স প্রাইস ৮৩ দশমিক ২২ ডলার। মোট মূল্য ধরা হয়েছে ১১ কোটি ৯১ লাখ ৩৩ হাজার ২১৬ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৪৬১ কোটি ৭৬ লাখ টাকা। আমদানি করা ডিজেলে সালফারের পরিমাণ থাকবে মাত্র ০.০০৫ শতাংশ, যা পরিবেশবান্ধব।
বৈঠক শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সাংবাদিকদের জানান, এই আমদানি ১৫ বছর মেয়াদি দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় হচ্ছে। চুক্তিটি আগের সরকারের সময়ে সম্পাদিত হয়েছে এবং বর্তমান সরকার তার ধারাবাহিকতা বজায় রেখেছে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৬ সাল থেকে এই চুক্তির আওতায় ডিজেল আমদানি চলছে। প্রথমে রেলপথে আসলেও ২০২৩ সালের মার্চ থেকে ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে সরাসরি দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে ডিজেল সরবরাহ শুরু হয়। এতে পরিবহন খরচ কমে এবং সরবরাহ নিরবচ্ছিন্ন হয়।
দেশে বার্ষিক পরিশোধিত জ্বালানি তেলের চাহিদা প্রায় ৭৪ লাখ টন, যার বড় অংশ ডিজেল। উত্তরাঞ্চলে সেচ মৌসুমে ডিজেলের চাহিদা বাড়ে এবং পাইপলাইন এই চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এই আমদানি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে দুই প্রতিবেশী দেশের মধ্যে জ্বালানি সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখবে।

জ্বালানি তেল, ডিজেল আমদানি, ভারত, নুমালীগড় রিফাইনারি, বিপিসি, ফ্রেন্ডশিপ পাইপলাইন, জ্বালানি চাহিদা, সরকারি ক্রয়

সূত্র: ঝলক২৪ টিম

খবরের দায়ভার নয়; অনিচ্ছাকৃত ত্রুটি সংশোধনে যোগাযোগ করুন

Pages