৮ মাস দেশেই আত্মগোপনে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন - ঝলক২৪ | এক ঝলকে সারাদিন | সর্বশেষ খবর ও ব্রেকিং নিউজ

ঝলক২৪ | এক ঝলকে সারাদিন | সর্বশেষ খবর ও ব্রেকিং নিউজ

ঝলক২৪ | সর্বশেষ সংবাদ ও ব্রেকিং নিউজ । বস্তুনিষ্ঠ খবরের নির্ভরযোগ্য নিউজ পোর্টাল। 🔵 Facebook 🔴 YouTube

| |
| |

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

৮ মাস দেশেই আত্মগোপনে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন

সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল মোমেন, ছবি সংগৃহীত 


১৪ জানুয়ারি ২০২৬, নিউজ ডেস্ক
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য ড. একে আব্দুল মোমেন ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর দেশের অভ্যন্তরেই আত্মগোপনে ছিলেন টানা ৮ মাস। এ সময় ধরা পড়ার ভয়ে তিনি একাধিকবার অবস্থান পরিবর্তন করেন এবং চেহারায় আমূল পরিবর্তন আনেন।
ড. মোমেন সম্প্রতি যুক্তরাষ্ট্রে অবস্থানরত এক বাংলাদেশি সাংবাদিকের সঙ্গে ভার্চ্যুয়াল সাক্ষাৎকারে এসব তথ্য জানান। তিনি বলেন, গণ-অভ্যুত্থানের আগে তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন। সেখান থেকে কয়েক দিন আগে দেশে ফিরে আসেন এবং আসার পরপরই অভ্যুত্থান ঘটে। ফলে অন্যান্য আওয়ামী লীগ নেতা-মন্ত্রীদের মতো তাকেও আত্মগোপনে যেতে হয়।

আত্মগোপনকালে তিনি কোনো আত্মীয়-স্বজনের বাড়িতে থাকেননি। পরিবর্তে রেন্ট হাউস বা অন্যান্য অজ্ঞাত ব্যক্তির বাসায় অবস্থান করেন। ধরা পড়ার আশঙ্কায় মোবাইল সিম ৬ বার বদল করেন এবং দাড়ি রেখে চেহারা পাল্টে ফেলেন, যাতে চেনা যায় না। এই কৌশল তার জন্য খুব কাজে দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
পরবর্তীতে তিনি দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। কীভাবে দেশ ত্যাগ করেছেন সে বিষয়ে বিস্তারিত বলেননি। তিনি শুধু জানান, বিমানবন্দর দিয়ে যাওয়া সম্ভব ছিল না। বিভিন্নভাবে পালিয়ে এসেছেন এবং সরকারি কিছু লোকজনই তাকে সাহায্য করেছে। তবে এখনো সবকিছু খোলাখুলি বলার সময় আসেনি বলে মন্তব্য করেন।
এই ঘটনা ২০২৪ সালের আগস্টের গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগের অনেক নেতা-কর্মীর আত্মগোপন ও দেশত্যাগের প্রেক্ষাপটে উল্লেখযোগ্য। ড. মোমেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ছোট ভাই এবং দীর্ঘদিন কূটনৈতিক ও রাজনৈতিক জীবনে সক্রিয় ছিলেন।

ড. একে আব্দুল মোমেন, আত্মগোপন, গণ-অভ্যুত্থান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, সিলেট-১ আসন, যুক্তরাষ্ট্র পাড়ি, আওয়ামী লীগ

সূত্র: ঝলক২৪ টিম

খবরের দায়ভার নয়; অনিচ্ছাকৃত ত্রুটি সংশোধনে যোগাযোগ করুন

Pages